ধানমন্ডি-১৬ দ্বিতীয় আউটলেট উদ্বোধন ‘বিয়িং হিউম্যান ক্লোথিং বাংলাদেশ’

"A man standing with wall"

গতকাল সন্ধ্যায় ঢাকার ধানমন্ডি ১৬ নাম্বারে জমজমাট আয়োজনের মাধ্যমে ওপেনিং হল সালমান খানের ‘Being Human Clothing Bangladesh’ দ্বিতীয় আউটলেটের। উদ্বোধনী রিবন ফিতা কাটতে বলিউড থেকে উড়ে এসেছিলেন প্রডিউসার, ডিরেকটর ও অভিনেতা বলিউড স্টার আরবাজ খান।

ফ্রি গিফট

গতকাল সন্ধ্যায় ইফতারের পর থেকেই আউটলেটের সামনে ভিড় জমতে থাকে জায়গাটি ছোট হওয়ায় ক্রাউড সামলাতে ইভেন্ট বয় গার্লদের হিমশিম খেতে হয়। ওপেনিং দিনে প্রথম পঁচিশ জন ক্রেতা ফ্রি উপহার পায় সালমান খানের ব্রেসলেট।

বিয়িং হিউম্যান ক্লোথিং বাংলাদেশ’ চিফ অপারেটিং অফিসার বিবেক ও ভাগনে আয়ানকে নিয়ে রিবন কেটে আউটলেটের উদ্বোধন করেন আরবাজ খান।

গত সেপ্টেম্বরে ১৫ তারিখে ঢাকার বনানিতে ‘বিয়িং হিউম্যান ক্লোথিং বাংলাদেশ’ প্রথম আউটলেটের যাত্রা শুরু হয় সেই উদ্বোধনিতে এসেছিলেন সালমান খানের আর এক ভাই সোহেল খান।

বলিউড স্টার আরবাজ খান উদ্বোধন করলেন 'বিয়িং হিউম্যান ক্লোথিং বাংলাদেশ' ধানমন্ডি শাখা।

‘আমি তোমাকে ভালবাসি’

ইফতারের পর সন্ধ্যা আটটায় আরবাজ খান অনুষ্ঠানে উপস্থিত হন। ‘আমি তোমাকে ভালবাসি’ কথা দিয়ে তিনি শুরু করেন এ সময় ক্রাউড থেকেও তাকে সমস্বরে প্রতিউত্তর দিতে থাকে।

আরবাজ খান জানান ‘বিয়িং হিউম্যান’ গ্লোবাল ক্লোথিং ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করেছে তারই অংশ হিসেবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু।

ঢাকা ছাড়াও আজ চট্রগ্রামেও ‘বিয়িং হিউম্যান ক্লোথিং বাংলাদেশ’ আরও একটি আউটলেট উদ্বোধন হবে। পোশাকের দাম সম্পর্কে আরবাজ খান বলেন মূলত তরুনদের কথা মাথায় রেখেই পোশাকের মুল্য নির্ধারণ করা হয়েছে।

তাছাড়া বৈশ্বিক ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্যে অনেক দিন ধরেই ফব্রিক, কম্ফোরটেবল ও রিজনিবল প্রাইস নিয়ে কাজ করা হচ্ছে।

বাংলাদেশের মানুষ ও আতিথেয়তা সম্পর্কে আরবাজ খান বলেন এটি যেন আমার কাছে নিজের দেশের মতই লাগে মানুষরা খুবই আন্তরিক ও অতিথি পরায়ন। ইফতার প্ল্যাটার নিয়ে বলেন সত্যিই খুবই সুস্বাদু ছিল ইফতার এখনও টেস্ট জিভে লেগে আছে।

সিনেমা বানানো

বাংলাদেশ সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি বাংলাদেশে সিনেমা বানাতে চাই। আমার আগ্রহ আছে নিজের ভাগ্যকে পরিক্ষা করতে চাই এদেশেও একটি মান সম্পন্ন সিনেমার বাজার আছে।

তবে সিনেমার গল্পে থাকতে হবে দুই দেশের কৃষ্টি ও কালচারের গন্ধ এবং অবশ্যই তা বানিজ্যিক গল্প সমৃদ্ধ। এরকম ধরনের গল্পে আমি লগ্নি করতে চাই।

"a clothing showroom building being human clothing bangladesh  dhanmondi"
‘বিয়িং হিউম্যান ক্লোথিং বাংলাদেশ’ দ্বিতীয় শোরুম, ধানমন্ডি -১৬

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন সালমান খানের ‘দাবাং ৪’ অবশ্যই হবে তবে কখন এখন তা শিওর করে বলছিনা। আমি ও সালমান দাবাং নিয়ে মাঝে মধ্যেই বসি এ নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়।

আমরা দুজনই বেশ কঠিন সময় পার করছি তবে আমরা দুজনেই একমত ‘দাবাং ৪’ আসবেই।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights