‘বাড়ে মিয়া ছোটে মিয়া’সোনাক্ষি ও অক্ষয় জুটির আবারও একটি ব্লক বাস্টার

"A smiling couple"

সিনেমাটি নিয়ে সোনাক্ষী এক বিবৃতিতে বলেন, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার চমৎকার শিল্পী, কলাকুশলীর অংশ হতে পেরে তিনি খুবই রোমাঞ্চিত। তিনি আরও বলেন, ‘অক্ষয়ের সঙ্গে কাজ করা সব সময় আনন্দের, তবে প্রথমবার টাইগারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আলী আব্বাস জাফরও একজন মেধাবী পরিচালক। তাই আমার কোনো সন্দেহ নাই এ সিনেমাটি যে ব্লকবাস্টার হতে যাচ্ছে সেটা নিয়ে।’

আলী আব্বাস জাফর পরিচালিত ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন তাঁরা। বর্তমানে স্কটল্যান্ডে এই সিনেমার শুটিং চলছে। পূজা এন্টারটেইনমেন্টের অধীনে ছবিটি প্রযোজনা করেছেন জ্যাকি ভাগনানি ও ভাশু ভাগনানি।

অক্ষয় কুমারের সঙ্গে অভিনীত সোনাক্ষী সিনহার সর্বশেষ সিনেমা ছিল ‘মিশন মঙ্গল’। ২০১৯ সালে মুক্তির পর সিনেমাটি সুপারহিট হয়। চার বছর পর এবার নতুন একটি সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তাঁরা। তাঁদের সঙ্গে দেখা যাবে টাইগার শ্রফকেও। টাইগার শ্রফের সঙ্গে অবশ্য এর আগে কাজ করেননি সোনাক্ষী।

অক্ষয় কুমারের সঙ্গে সোনাক্ষী ‘রাউডি রাঠোর’, ‘জোকার’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘দোবারা’ ও ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অব ডিউটি’র মতো বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’তেও সোনাক্ষী কাজ করছেন। এই সিরিজের প্রথম লুকের পোস্টার প্রকাশ হয় কিছুদিন আগে।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights