‘বানি’ একটা কল্পনা, একটা আকাঙ্ক্ষা, একটা মরীচিকার নাম।

"a man and woman dressed in indian attire"

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমার ‘বানি’ চরিত্রটা আমাদের যতই ভালো লাগুক না কেন, বাস্তবে এমন চরিত্র হওয়া সম্ভব নয়, জীবনসঙ্গী হিসেবে এরকম কাউকে মেনে নেয়াও সম্ভব নয়।

‘বানি’ একটা কল্পনা, একটা আকাঙ্ক্ষা, একটা মরীচিকার নাম। এরচেয়ে ন্যায়না, অদিতি বা অভি চরিত্রগুলো বাস্তবের অনেক বেশি কাছাকাছি। রনবির কাপুরও সেটা জানেন।

সেজন্যেই স্বীকার করে নিয়েছেন, সিনেমায় চাল-ডাল নিয়ে যাই বলুন না কেন, বাস্তবে ওই চাল-ডালটাই খিদে মেটায়। পেটের, মনেরও।

ভালোবাসা খুব অদ্ভুত জিনিস।

উড়নচণ্ডিকেও খুঁটিতে বেঁধে ফেলে, ভবঘুরেকে ঘরের খোঁজ দেয়।

রনবিরকেই দেখুন না, তার লাভ লাইফ নিয়ে বি টাউনে কত গসিপ, সবার কত আগ্রহ!

সেই রনবির আলিয়া ভাটের প্রেমে পড়ে ডানে-বামে না তাকিয়ে ঘর বেঁধে ফেললেন অল্প সময়ের মধ্যেই, থিতু হতে চাইলেন সম্পর্কে।

টাংরি কাবাব, কিমা পাও বা হাক্কা নুডলসের লোভ সামলে চাল-ডালেই ভরসা রাখলেন চিরদিনের জন্য।

ভালোবাসা এভাবেই মানুষকে বদলে দেয়, তার চিন্তাভাবনাকে পরিণত করে সময়ের সাথে… ❤️

সম্প্রতি রনবির কাপুর এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights