বিভ্রান্তিমূলক সাংবাদিকতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার হুমকি দিলেন ফারিন ।

"a woman standing next to a vase with flowers in it"

জনপ্রিয় টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিন আইনি ব্যবস্থা নেবার হুমকি দিলেন যদি তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিমূলক গুজব ছড়ানো হয় তাহলে তিনি হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবেন। ফারিন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই স্ট্যাটাস পোস্ট করেন।

ফারিন খুব সচেতনভাবেই পোস্টটি করেছেন কারন গত বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও টিভি অভিনেতা তাহসানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছিল তাহসান ও ফারিন দীর্ঘদিন ধরেই রিলেশনে যুক্ত আছেন।

ফারিন লিখেছেন, “সাংবাদিকতাকে আমি আমার পেশাগত জীবনের অংশ বলে মনে করি। আমার দৃষ্টিতে সাংবাদিকতা একটি মহৎ পেশা। তবে কিছু সাংবাদিক যদি যাচাই না করেই কোনো বানোয়াট তথ্য ছড়িয়ে দেন, তা খুবই বেদনাদায়ক। এটা আমাকে কষ্ট দেয়,” লিখেছেন ফারিন।

"two different images of people hugging each other"
তার দুজনে জুটি বেঁধে “Made for Each Other” নাটকে অভিনয়ের পরই এ রিউমার জন্ম।

তিনি তার পোস্টে এটিও স্পষ্ট করেছেন যে যদি কোনও সাংবাদিক তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন তবে তাকে আইনি ব্যবস্থা নিতে বাধ্য করা হবে। উল্ল্যেখ, এর আগে তাদের দুজনকে জুটি করে ‘made for each other’ নামে একটি নাটক তৈরি করা হয় সাংবাদিকদের তথ্য মতে সেই নাটকের সেট থেকেই তাদের প্রেমের শুরু।

তাসনিয়া ফারিনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল …

সাংবাদিক ভাইবোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি।

কষ্ট নিয়ে বলতে হচ্ছে- কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সবসময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করবো।

আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি। কেউ সেটা করলে আমি সহ্য করবো না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি।

আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই। ধন্যবাদ।

"a woman sitting on the ground with her legs crossed"
একটি ফটোশ্যুটে তাসনিয়া ফারিন।
1 Comment

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights