বিয়ে করলেন বাংলাদেশের প্রথম সফল ইউটিউব সেলিব্রেটি সালমান মুক্তাদির।

"a man and woman standing next to each other"

জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি সালমান মুক্তাদির মঙ্গলবার ফেসবুক এবং ইনস্টাগ্রাম ভেরিফায়েড একাউন্টে  তার বিয়ের ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছেন যার ক্যপাশনে লেখা ছিল ‘সালমান মুক্তাদির সমাপ্তি” ৩০-০৪-২০২৩ আমার সাড়া জীবন আমার স্ত্রীর জন্য।

যদিও নেটিজনদের ধারনা ছিল এটি কোন প্র্যাঙ্ক বা প্রমোশনাল পোস্ট কিন্তু সালমানের সেলিব্রেটি বন্ধুরা যখন পোস্টে বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করে তখন বিষয়টি স্পষ্ট হতে থাকে।

ব্যাপারটি পুরোপুরি পরিষ্কার হয়ে উঠে যখন সাফিয়া সাথী নামে একটি ফ্যাশন পোশাকের ব্র্যান্ড সালমানের পোস্টে ট্যাগ করে, তাকে তার ফেসবুক পোস্টে অভিনন্দন জানিয়ে বলে যে ‘সালমান মুক্তাকির আমাদের ডিজাইনের সাদা শেরওয়ানি পরেছেন জমকালো কনের পোশাকের সাথে মেলে।’ তবে এখনও তার কনের নাম এখনো প্রকাশ করেননি ইউটিউব সুপারস্টার।

সালমান তার ইউটিউব যাত্রা শুরু করেন 2012 সালে SalmoN TheBrownFish নামে এবং পরবর্তীকালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় YouTubers হয়ে ওঠেন। একজন সফল ইউটিউব কন্টেন্ট স্রষ্টা হিসেবে তার কাজের পাশাপাশি, তিনি বেশ কিছু টেলিভিশন নাটক এবং মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights