হইচই ২৮ জুন মুক্তি দিচ্ছে ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। এখানে প্রধাণ চরিত্রে থাকছেন মাহিদ। তার মিশনগুলো হচ্ছে –
১। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়া। – প্রশ্ন হচ্ছে তার স্ত্রী কিভাবে মারা গিয়েছিলো?
২। JKB সন্ত্রাসী গোষ্ঠীকে ধরা। – তারা কে?
৩। দেশের মানুষকে রক্ষা করা। – কিসের হাত থেকে রক্ষা করবে?
৪। পরিবারকে সুখে রাখা। – পরিবারকে সুখে রাখার জন্য সে অতিরিক্ত কি করবে?
কাজগুলো মাহিদ কতোটা সফলতার সাথে করতে পারবে তা জানা যাবে আগামী ২৮ জুন, হইচইতে।
