মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩ সেরা অভিনেত্রী বিভাগে কেউ নেই …

"an advertisement for the upcoming indian television show"

গতকাল তারকাদের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট ঘুরপাক খাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩ এ সেরা অভিনেত্রী বিভাগে কাউকে মনোনয়ন দেয়া হয়নি। পুরস্কার কমিটি থেকে জানানো হয়েছে এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩ এ কোন অভিনেত্রীকে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন করা হয় নাই।

এনিয়ে বাংলাদেশ টিভি নাটকের অভিনেত্রীরা সাবিলা নুর, মেহজাবিন ও আরও অনেকে একটি পোস্ট যার যার ওয়ালে আপলোড করে তাদের অবস্থান জানিয়েছেন।

পোস্টটি হুবুহু তুলে ধরা হলঃ

মেরিল-প্রথম আলো পুরস্কার আমাদের সময়ের সবচেয়ে বড় পুরস্কারের একটি। পুরো বছর আমাদের শিল্পীরা নানা সীমাবদ্ধতার মধ্যে যে কাজগুলো করি, সেটির একটা প্রতিফলন বা সাফল্যের উদযাপন এই পুরস্কার। নির্দ্বিধায় বলবো, এই পুরস্কার আমাদের যেমন অনুপ্রেরণা দেয়, তেমনি সামনে আরো ভালো কাজ করার জন্য উদ্যমী করে।

কিন্তু আজ পত্রিকা খুলে বিস্মিত হলাম, সীমিত কাহিনীচিত্র বিভাগে, অর্থাৎ নাটক এবং শর্টফিল্মে সম্মানিত বিচারকেরা নাকি কোনো অভিনেত্রীকে মনোনয়ন দেয়ার মতো খুঁজে পাননি; ২০২২ সালে এত নাটকের মধ্য থেকে মাত্র ৩ জন’কে তারা যোগ্য মনে করতে পারেননি। অর্থাৎ শুধু অভিনেতা, পরিচালক, স্ক্রিপ্টরাইটার বিভাবে নমিনেশন দেয়া হয়েছে। কিন্তু অভিনেত্রীদের পুরস্কারের বাইরে রাখা হয়েছে। এরকম দৃষ্টান্ত পরবর্তীতে অন্য নির্মাতা/প্লাটফর্মকে নারী প্রধান কাজগুলো থেকে পিছিয়ে যাবার জন্য উৎসাহ দিতে পারে, সে আশংকা থেকেই যায়। অথচ সাম্প্রতিক সময়ে নারী অভিনেত্রীরা প্রচলিত ধারা থেকে বেরিয়ে একটু একটু করে নিজেদের মত অভিনয়সমৃদ্ধ গল্পে নিজেদের মেলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এ ধরনের দৃষ্টান্ত নারীদের জন্য অবমানাকর।

গাইডলাইনঃ

আমার কথা, বৈশ্বিক মহামারী করোনার পর বাংলাদেশে বিশেষ করে গত এক বছর (২০২২) অনেক ভালো ভালো নাটক চোখে পড়েছে যেখানে আমাদের অভিনেত্রীরা অনেক ভালো কাজ উপহার দিয়েছেন; তাদের অভিনয় দক্ষতা এবং তাৎপর্যপূর্ণ চরিত্র বহন করার মাধ্যমে। যদিও আমার কাছে অভিনয়ের মানদন্ড যা, তা হয়ত বিচারকদের থেকে আলাদা। এ বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষন করছি আমাদের সঠিক গাইডলাইন দিয়ে সাহায্য করতে; যাতে ভবিষ্যতে আমাদের কাজে সেটার প্রতিফলন ঘটাতে পারি এবং তাদের সন্তুষ্ট করতে পারি।

আশা করি কতৃর্পক্ষ এসব বিষয়ে আলোকপাত করবেন যাতে ভবিষ্যতে আমরা আরো ভাল কাজ করার উৎসাহ পাই।

দৈনিক প্রথম আলোর প্রতি আমাদের বিশ্বাস, ভালোবাসার জায়গা সবসময় ছিল, আছে, থাকবে। তাদের নির্ধারিত জুরি বোর্ডের নাম যেহেতু পত্রিকার পাতায় আজ প্রকাশ হয়নি, তাই জুরি বোর্ড সদস্যদের ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করতে অপারগ হওয়ায় এখানে প্রশ্ন রাখছি।

আশা করছি সদুত্তর পাবো।

বিঃ দ্রঃ এই স্ট্যাটাসে আমার অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা বা ইচ্ছা নিয়ে কথা বলা হয় নি। এত ভালো ভালো অভিনেত্রীদের এত ভালো ভালো কাজ থাকা সত্তেও সেটা বিচারকদের চোখে পরে নি সেটা আমাকে অবাক করেছে এবং কীভাবে আমরা সবাই মিলে বিচারকদের মানদণ্ড ফলো করতে পারি সেটা জানতে চাওয়া হয়েছে। আশা করি এটার অন্য কোন মিনিং কেউ বের করবেন না।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights