রানী মুখার্জিকে বর্তমানে যতোটা ক্রেডিট দেওয়া হয় তার থেকে বেশী ক্রেডিট তিনি ডিজার্ব করেন তার দ্বিতীয় ইনিংসে তিনি যেসব রোল করছেন আর ফিল্ম চুজ করতেছেন তা সত্যিই প্রশংসার দাবীদার।
মারদানি,হিচকি,মারদানি ২,মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ৪টি দারুণ ফিমেল সেন্ট্রিক ছবি করেছেন রানী গত কয়েক বছরে। সমালোচকদের পাশাপাশি বক্স অফিসেও সফল এসব ছবি।
বড় বড় নাম বা পরিচালক ছাড়াই রানী এসব ছবিকে টেনে নিয়ে গেছে যা তার দারুণ ক্যালিবারকেই তুলে ধরে।কঙ্গনা নিজেকে ফিমেল সেন্ট্রিক ছবির রানী দাবী করেন কিংবা আলিয়া ভাটের ফ্যানরাও দাবী করতে পারেন অনেককিছুই তার ছবির সাফল্য নিয়ে।
কিন্তু আলিয়ার ছবিগুলো বেশীরভাগ ক্ষেত্রেই বড় পরিচালক বা দারুণ সব স্টারকাস্টে ভরা থাকে। তবে সত্যিকার ভাবে বলতে গেলে। “রানী ইজ দ্য কুইন অফ ফিমেল সেন্ট্রিক ফিল্মস”।
