অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেত্রী রুপন্তী আকিদ কে দেখা যাবে ঈদ উল আযহার বিশেষ নাটকে অপূর্ব এর বিপরীতে, সাথে রয়েছেন সাবিলা নূর। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।
রুপন্তী আকিদ কে হয়তো এখন থেকে নিয়মিত কাজে পাবো। এই ঈদে আসতে পারে তার অভিনীত দুটো নাটক এছাড়াও এ বছরের ভিতরে হয়তো জনপ্রিয় দুজন ডিরেক্টর এর সাথে হতে পারে দুটো ওয়েব সিরিজ।

