শব্দ দিয়েই মাত করলেন রাফী- ‘সুড়ঙ্গ’

STARRER SURONGO CHORKI OTT MOVIE RAIHAN RAFI ARFAN NISHO

মুক্তি পেয়েছে আসন্ন সিনেমা সুড়ঙ্গর টিজার। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এটাকে বলা হচ্ছে ফোরটেস্ট। নতুন নতুন নাম দেওয়াও একটা কালচার। নামের বিতর্কে না যাই, সুড়ঙ্গর প্রোমোশন হয়ত না করলেও চলত কেননা রাফী একদিকে এই সময়ের জনপ্রিয়তম পরিচালক, অন্যদিকে এটা নিশোর প্রথম সিনেমা।

কিন্তু প্রচারণা তো করতেই হয়। আর সেখানে ফার্স্ট লুক থেকেই সুড়ঙ্গর টিম দারুণ কাজ দেখাচ্ছে। টিজারে কেবল শব্দ দিয়েই মাত করে দিয়েছে সুড়ঙ্গ।

সুড়ঙ্গর ফার্স্ট লুক যখন আসল, তখনই বিষয়টা টের পাওয়া যায়। সেখানেও শব্দের এমন খেল ছিল। টিজারে এসে সেটা পূর্ণ রূপ পেল। এখানে কোনো সংলাপ নেই। ব্যাকগ্রাউন্ডে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যা সহজেই দর্শককে টানবে।

শব্দের ব্যবহার এমন যে কিছু জায়গায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছে। তবে কেবল শব্দ না, ভিজুয়ালও ছিল ভালো।

প্রায় দেড় মিনিটের টিজারে বেশকিছু দারুণ দৃশ্য আর ফ্রেম আছে। কিন্তু এতো দ্রুত তা সরে যায় যে স্ক্রিনশট নেওয়াও কঠিন। কিন্তু পুরোটা দেখতে নিলে বোঝা যায় এ সিনেমায় চোখের শান্তির জন্য বেশ ভালোই ফ্রেম রেখেছেন রাফী।

আর শেষটায় নিশোর হাসি যে দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights