<" />

শিক্ষণীয় একটা নাটক ‘ভুল সিধান্ত’

"a little girl with long hair looking up"

খুবই চমৎকার ও সময়োপযোগী গল্পের একটা নাটক। ভীষণ ভালো লেগেছে নাটকটা। বর্তমান সময়ের এক কঠিন বাস্তবতাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে নাটকে।

সন্তানের ভালো সব মা-বাবাই চায়। সন্তান যেনো বড় হয়ে অনেক সফলতা পায় এটাই তাদের সবসময়ের চিন্তা। আর এজন্যই তারা চায় তাদের সন্তান এমনভাবে পড়াশোনা করুক যেনো ভবিষ্যতে তার কাজে দেয়।

মা চায় সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ুক আর বাবা চায় বাংলায়। বাংলা আমাদের রাষ্ট্রীয় ভাষা। যে ভাষার অনেকেই রক্ত দিয়েছে। তাই বাংলার চেয়ে অন্য ভাষা শেখা বেশি প্রয়োজন এটা ভুল সিদ্ধান্ত। আর এটা নিয়ে সন্তানকে চাপ দেওয়াও। প্রতিটা বিষয় জ্ঞান থাকা প্রয়োজন।

কিন্তু একটি বিষয় নিয়ে সন্তানদের উপর চাপ সৃষ্টি করা ও সন্তান কি বিষয়ে পড়বে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ সন্তানের সামনে, এটা কোনোভাবেই ঠিক না। কারণ বাচ্চা যেটা দেখে সেটাই শিখে তাই সকলের এই বিষয়ে সচেতন হওয়া দরকার।

starrer btv btv world bangla natok vul sdhanto

ঠিক এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে এই নাটক। নাটকে অভিনয় করেছে, গোলাম কিবরিয়া তানভীর, সুষমা সরকার, সাবেরি আলম, শিশু শিল্পী জাফনা সহ আরও অনেকে।

নাটকে তানভীর ও সুষমা অভিনয় ছিলো দুর্দান্ত। চরিত্র অনুযায়ী পারফেক্ট অভিনয়। এছাড়া সাবেরি আলম, জাফনা সহ অন্যদের অভিনয় খুব সুন্দর ছিলো।

নাটকটা সকলের দেখা উচিৎ। অনেক শিক্ষনীয় একটা নাটক। তাই যারা দেখেন নি, দেখে নিন।

  • রচনা: হাসান রেজাউল
  • অভিনয়ে: সাবেরী আলম, সুষমা সরকার, গোলাম কিবরিয়া তানভীর, জাফনা সুবাইতা হাসান
  • প্রযোজনা: এল রুমা আকতার
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights