Citadel-India ভার্শনের শুটিং চলছে উত্তর ভারতে। সেই শুটিংয়েই আহত হলেন সামান্থা রুথ প্রভু। তিনি নিজে তাঁর হাতের ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে সামান্থার হাতে চোট। সামান্থা জানিয়েছেন অ্যাকশন করতে গিয়েই হাতে চোট পেয়েছেন তিনি।
প্রসঙ্গত সিটাডেল-এ সামান্থাকে যে সাংঘাতিক অ্যাকশন করতে হয়েছে তা আগেই জানিয়েছিলেন।
সেই অ্যাকশন করতে গিয়েই হাতে আঘাত পেয়েছেন তিনি। তবে পুরো ব্যাপারটাকেই যথেষ্ট স্পোর্টিংলি নিয়েছেন সামান্থা।