শুরু হল দেশের সবচেয়ে বড় সংগীত রিয়েলিটি শো ‘সেরা কন্ঠ সিজন ৭’

"a couple dancing on stage in front of colorful lights"

সংগীত নিয়ে বাংলাদেশের প্রধান প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন ৭’ পুনরায় পর্দায় ফিরল। এই প্রতিযোগিতামূলক শোটি দেশের সবচেয়ে বড় সংগীত রিয়েলিটি শো হিসাবে পরিচিত। প্রতিবছরের মতোই, এই সিজনেও অসাধারণ সংগীতমূলক প্রতিযোগিতা দেখা যাবে দেশের সঙ্গীত শিল্পীদের মাঝে।

প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশের সঙ্গীত অনুরাগী ৩৮,০০০ শিল্পী নিবন্ধন করেছিল এই সিজনে। প্রাথমিক অডিশনের পরে নির্বাচিত ১৮০ জন প্রতিযোগী বাছাই করা হয়েছে। এই নির্বাচিত প্রতিযোগীদের মধ্যে হয়েছে গ্র্যান্ড অডিশন, যেখানে ধাপে ধাপে তাদেরকে নির্বাচন করে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

এবারের প্রধান বিচারক হিসেবে দেশের খ্যাতিমান রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরীকে নেয়া হয়েছে। রুনা লায়লা সুপার সিক্সটিন রাউন্ড থেকে এই আয়োজনে বিচারক হিসেবে যোগ দেবেন।

https://fb.watch/ktA_OiqrMT/

এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন ঐক্যডটকমডটবিডি। এবারের প্রতিযোগিতার নাম রাখা হয়েছে ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই ‘সেরা কন্ঠ সিজন ৭’।

"a woman in a red dress with long hair"

ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই ‘সেরা কন্ঠ সিজন ৭’ গানের রিয়্যালিটি শো উপস্থাপনা করবেন শান্তা জাহান।

এছাড়াও গানবাংলা টেলিভিশন এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে অংশ নিচ্ছে। আর অনলাইন নিউজ পোর্টাল হিসেবে বাংলা ট্রিবিউন ও স্ন্যাকস পার্টনার হিসেবে মীনা বাজার। এবারের ‘সেরা কন্ঠ ৭’ আয়োজনের পরিচালনা ও উপস্থাপনায় থাকবেন শান্তা জাহান।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights