গত ঈদের চাঁদরাতে জেমসের আই লাভ ইউ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে। গানটি প্রকাশ পাবার সাথে সাথে শ্রোতারা যেন স্মৃতি রোমন্থনে পরে যায় ক্যাসেট ও সিডি প্লেয়ার যুগে।
প্রতি ঈদের চাঁদ রাতে জেমসের গান প্রকাশের একটি ঐতিহ্য ছিল এবং তখনকার সময়ের ব্যান্ড সঙ্গীতের শ্রোতারা উন্মুখ হয়ে থাকত ক্যাসেট ও সিডি কেনার জন্য। সেই ধারাটি আবার ফিরিয়ে নিয়ে এসেছে বসুন্ধরা ডিজিটাল। গতবারের মত এবার চাঁদরাতেও মুক্তি পাচ্ছে জেমসের নতুন মিউজিক ভিডিও।
সবই ভুল শিরোনামে গানটি লিখেছেন জেমস নিজে ও প্রয়াত গীতিকার বিশু গানের সুর করেছেন জেমস। ঢাকার বসুন্ধরা প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেমস উপস্থিত হয়ে বলেন আপনারা আমার মনের মানুষ প্রানের মানুষ।
আমার নিমন্ত্রনে আপনারা চলে এসেছেন এজন্য সবাইকে ধন্যবাদ। প্রেস কনফারেন্সে জেমস বলেন গানটি তৈরিতে আমাকে পূর্ণ স্বাধিনতা দেয়া হয়েছে সে জন্য বসুন্ধরা ডিজিটালকে ধন্যবাদ জানাই।
গতকাল সোমবার ঢাকায় বসুন্ধরার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ গানের ঘোষণা দিয়ে জেমস বলেন, ‘আপনারা আমার মনের মানুষ, প্রাণের মানুষ। আমার নিমন্ত্রণে চলে এসেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাই। চাঁদরাতে আমার নতুন গান প্রকাশ পাবে। গানটি প্রযোজনা করেছে বসুন্ধরা ডিজিটাল। গানটি তৈরিতে আমাকে পূর্ণরূপে স্বাধীনতা দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই। জেমস ছাড়াও বসুন্ধরা ডিজিটালের কর্মকর্তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। জেমস সাংবাদিকদের আরও জানান, তার আরও কয়েকটি গান করার পরিকল্পনা রয়েছে।