এক সিনে সাংবাদিকের প্রশ্নের জবাবে ‘আফরান নিশো’ বলেন – ক্যারিয়ার সব সময় এক রকম থাকবে না, মানুষ সব সময় একরকম থাকে না। মানুষ বুড়ো হয়।
শরীরে ভাঁজ পড়ে। যুগে যুগে মানুষ পরিবর্তন হয়। এটা ন্যাচারাল ব্যাপার।
অনেক সিনিয়ররা ছিলেন, তাদের পথ ধরে আমরা অভিনয়ে এসেছি। সফল থাকা বা হওয়া সময়ের ব্যাপার। সবসময় একরকম চরিত্রে অভিনয় করতে পারব না।
সময়ের সঙ্গে চলতে হবে। কিন্তু ভালো মানুষ হওয়ার তাগিদ থাকবে সবসময়।
