সাইবার ক্রাইমের জগতে ডুব দিন দীপঙ্কর দীপনের পরিচালনায় ইদ-উল-আজহায় আসছে ‘অন্তর্জাল’

STARRER ANTORJAL BANGLA MOVIE THRILLER CYBER CRIME SIAM MIM SUMON DIPON 2023

সাইবার ক্রাইম নিয়ে বানানো আমাদের দেশে সিনেমা! সুপার কম্পিউটার, হ্যাকার, জায়ান্ট স্ক্রিন আর হাজারটা ভিএফএক্স-এর কারিকুরি। এতো কিছু কিভাবে মেইন্টেইন করবে দেশীয় ইন্ডাস্ট্রি?

এমন ভয়টা ছিলো, তবে টিজার দেখে সেটা উড়ে গেলো। হুম, একদম টপনচ টিজার হয়েছে সেটা না, তবে সামগ্রিক বিচারে দারুন টিজার; এটা বলতে বাধ্য।

এতোজনের স্টার কাস্টিং নিয়ে জমজমাট থ্রিলার সিনেমা উপহার দেয়া চাট্টিখানি কথা না। টিজারে সে প্রশ্নেরও উত্তর পাওয়া গেলো। অন্তত সিনেমা কেমন হতে পারে সেটার একটা আঁচ পাওয়া গেলো।

এই সিনেমা তার প্রেজেন্টেশনের কারণেই টানবে দর্শক, এটা শিউর। এরপর কাস্টিং তো আছেই। সাথে ক্যামেরার পেছনে রয়েছেন ঢাকা অ্যাটাক খ্যাত পরিচালক দীপঙ্কর দীপন।

এবারের ঈদ-উল-আযহায় দারুন দারুন সব সিনেমা আসতে চলেছে। সেসব সিনেমার ভিড়ে “অন্তর্জাল’ বেশ খানিকটা এগিয়ে কন্টেন্টের বিষয়বস্তুর কারণে। বাকিটা সিনেমা মুক্তির পর।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights