ঈদ মানেই বিনোদন টিভি চ্যানেলগুলি হুমড়ি খেয়ে পরে অনুষ্ঠান সাজাতে। বিনোদন অনুষ্ঠানের মধ্যে বাংলা নাটক সবার আকর্ষণে থাকে বেশি। ঈদের ব্যস্ততার মাঝেও সময় বের করে দেখে দর্শক নেন প্রিয় শিল্পীর নাটক। শিল্পীরাও ভক্তদের জন্য ঈদের নাটকে বিশেষ গল্প বাছাই করে অভিনয় করেন।
ওটিটি প্ল্যাটফর্মে কাজের চাপ বেড়ে যাওয়ায় টিভি নাটকে সময় কম দিচ্ছেন সাবিলা নূর। ঈদ নাটকের কথা প্রসঙ্গে এমনটাই জানালেন সাবিলা নূর। গল্প অনেক বেছে কাজ করছেন তিনি যার কারনে টিভি নাটক অনেক কমে গেছে। তবে বরাবরের মতই সাবিলা নুরের পছন্দ নারী কেন্দ্রিক গল্প সেই ধারাবাহিকতায় এবার ঈদ মৌসুমে সাবিলা বেশ কিছু গল্প পছন্দ হওয়ায় সেসব নাটকে অভিনয় করেছেন। সাবিলা নূর জানালেন এবার ঈদে সব টিভি চ্যানেল ও ইউটিউব মিলিয়ে তার ১০-১২ টি নাটকে দেখা যাবে।

টিভি নাটকের আরেক জনপ্রিয় মুখ সাফা কবির গত কয়েক বছর ঈদ উৎসবে উল্ল্যেখযোগ্য নাটকে দেখা গেলেও এবার সেও নাটকের সংখ্যা কমিয়ে দিয়েছে। সাফা কবিরের মতে এখন সংখ্যা নয় মানের দিকে বেশি মনোযোগী সবাই, কে কতটা নাটকে অভিনয় করল তার চেয়ে মনে রাখার মত দুই একটা গল্প ও ক্যারেক্টারের দিকেই সবাই ঝুঁকছে। তারপরও ঈদ বলে কথা আর তিনিই বা তার ভক্তদের ঈদ নাটক থেকে নিরাশ করবেন কেন। সাফা কবির জানালেন ঈদে তার ১০ টির মত নাটক আসবে টিভি ও ইউটিউব প্ল্যাটফর্মে।
