সবার দৃষ্টি এখন বলিউড ভাইজান সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান (KKBKKJ) মুভির দিকে। চার বছর ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা।
এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিনি নায়িকা পূজা হেজ ও দক্ষিণের কয়েকজন তারকা সুপারস্টার ছবির গুরুত্বপূর্ণ ভুমিকায় আছেন।
ঈদে সালমান খানের KKBKKJ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা দক্ষিনি ইমেজ বাড়াতে কিছুদিন আগে সালমান খানকে ‘গড ফাদার’ সিনেমায় ক্যামিও দিতে দেখা গেছে।
তখনই ধারনা করা হয়েছিল সালমানের ঈদের ছবি প্যান ইন্ডিয়ান হতে যাচ্ছে।

পারিবারিক ঘরানার সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’ মুক্তির আগেই পঞ্চাশ হাজার অগ্রিম টিকেট বিক্রি করেছে।
অতীতে দেখা গেছে ঈদে সালমান খানের ছবি এলেই যেন বক্স অফিসে একটা ঝড় বয়ে যায়। ঈদ যতই ঘনিয়ে আসছে ছবির মুক্তির দিনই কাছে চলে আসছে।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ছবি মুক্তির আগেই ৫০ হাজার অগ্রিম টিকেট বিক্রি হয়ে গেছে।
ট্রেড এন্যালিস্টদের মতে প্রথম দিনেই সিনেমার কালেকশন ২০ কোটি রুপি আসবে। যা সাম্প্রতিক সময়ের শাহ্রুখ খানের পাঠান মুভির প্রথম দিনের কালেকশনের আশেপাশেও নেই।
সালমানের কিসি কা ভাই কিসি কা জান সিনেমাটি ২০১৪ সালে তামিলের ভিরমা সিনেমার রিমেক।