“সালমান অনেক পরিবর্তন হয়ে গিয়েছে” আপ কি আদালতে হট সিটে।

"two men standing next to each other in front of a city"

ইন্ডিয়ান টিভি জনপ্রিয় শো আপ কি আদালতের কাঠগড়ায় হাজির হয়েছিলেন সালমান খান। অনুষ্ঠান সঞ্চালক রজত শর্মার মুখোমুখি হয়ে নানান প্রশ্নের সম্মুখীন হন তিনি।

সালমান খান বেশ সাবলীল সুন্দর ভাবে গুজব এবং কিছু অহেতুক প্রশ্ন যেগুলো চর্চা হচ্ছে সেগুলো সম্পর্কে খোলাসা করেন। শো এর হোস্ট শেষে বললেন।

১।বানশালীর সাথে ইনশাআল্লাহ হয় নি,তো ইনশাআল্লাহ অন্য একটি মুভি করব আমরা।

২।হ্যা কারন জোহরের সাথ মুভি নিয়ে কথা হয়েছে।

৩।আমার খারাপ সময়ে কোন বড় পরিচালক,প্রোডাকশান হাউজ আমার পাশে আসেনি।

৪।পাঠানের ক্রেডিট শাহরুখ খান এবং আদিত্য চোপড়া থেকে কেউ কেঁড়ে নিতে পারবে না।

৫।যখন ১ম জন চলে গেলো তখন মনে হল তার ই ভুল ছিলো,২য় জনের সময় তাই মনে হল,৩য় জন চলে যাবার পরেও এমন টাই মনে হল কিন্তু ৪র্থ-৫ম এ বুঝলাম ভুল আমারও ছিলো।যেখানেই যে অবস্থাতেই আছে,সবাই ভাল সুখে থাকুক (ভালবাসা গুলা)

৬।আমি বাচ্চা অনেক পছন্দ করি,আমার পরিবার একটি স্টেপ নিয়েছিলো পরবর্তী তে ইন্ডিয়ান আইন-কানুনে থেমে গেছি।

৭।এখন তো আমার বাবা মা আমায় প্রেশার দিচ্ছে বিয়ের জন্য।মনের মত মেয়ে পেলে দেখা যাবে।

৮।সম্প্রতি যাকে জান বানাতে চাই,তিনি ভাই বলে ডাকে।

৯।ওটিটি তে সেন্সর রাখা উচিত।

১০।আমি যা বলি তাই হট টপিক হয়ে যায়,এখন বলি একটা মিডিয়া বুঝে নেয় অন্যটা।পরবর্তী তে কোথাও না কোথাও গিয়ে এসব খোলাসা করতে হয়,যেমনটা এখানে করছি।

১১।আমার উপরওয়ালাকে আমি বিশ্বাষ করি,উনি যা করবেন ভাল র জন্যই করবেন (থ্রেড প্রসঙ্গে)

১২।আমার এত বড় বাড়ির শখ নেই,আমার শৈশব যেখানে কেটেছে,আমার প্রতিবেশিদের সাথে,আমি সেখানেই থেকে যাব।

১২।বলিউডের খারাপ সময় যাচ্ছে,সবার এক্যথাকা জরুরী এখন।

আপ কি আদালত শোটি ইন্ডিয়া টিভি ইউটিউব চ্যানেলে ২৯ই এপ্রিল আপলোড করা হয়।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights