বলা হয়, সালমানের ক্যারিয়ারের ‘Jab Pyaar Kisi Se Hota Hai’ মুভি আন্ডাররেটেড কারন ভারতীয় দর্শক এই মুভির গল্প মেনে নেয়ার মধ্য দিয়ে ম্যাচিউরড হয়।
কেন?
কারন নায়কের বিবাহবহির্ভূত সম্পর্কের ফসল একটা সন্তান রয়েছে জেনেও টুইংকেল সালমানকে বিয়ে করতে রাজি হয় এই সিনেমায়।
Tips এর রমেশ তৌরানি সুরকার জুটি যতীন-ললিত কে বলেছিলেন, এই মুভির জন্য এমন সুর করতে যাতে শ্রোতারা গুনগুন করে গায়।
ছবির অডিও মুক্তির পর দেখা গেল বছর শেষে এই মুভির এলবাম সেরা দশে জায়গা করে নিয়েছে।
সালমান খান টুইংকেল খান্নার সাথে এই মুভিতেই প্রথম ও শেষবারের মত জুটি বাঁধেন। আর শ্যুটিং শেষ হবার পর সালমান বলেন, টুইংকেল এত মোটা! জানতাম না। টুইংকেল বলেন, আমি ত ওজন কমিয়ে স্লিম হতে পারব, সালমান কি তার হাইট বাড়াতে পারবে?

“ওহ জানা না যানা” গানের ট্রেইলার এ দর্শক টুইংকেল কে দেখলেও মুভি মুক্তির পর দেখা গেল গানে সাবেক মিস ইন্ডিয়া নম্রতা শিরোদকর কে। আর এভাবেই বলিউডে পা রাখেন শিল্পা শিরোদকর এর বড় বোন নম্রতা, যিনি মহেশ বাবুর স্ত্রী বর্তমানে।
১৯৯৮ সালের ২২ মে মুক্তি পাওয়া ‘Jab Pyar Sisi SeHhota Hai’ মুভির ২৫ বছর পূর্ণ হল।