চিঠি নাটকের শুটিং ছিল রোজার মাঝে। সকাল ৮.৩০ এ ক্যামেরা ওপেন হয়। Tawsif Mahbub রোজা রেখে ইফতারের আগ পর্যন্ত সাইকেল চালানো থেকে শুরু করে একটার পর একটা শট দিতে থাকে।কোন অভিযোগ নেই।
দর্শক প্রতিক্রিয়াঃ
- তার অভিনয় টা ও সুন্দর ছিলো অভিনেতার।
- এক কথায় অসাধারণ।
- বেশ ভালো লেগেছে এ নাটকের রেশ কাটিয়ে উঠতে সময় লাগবে!
- তৌসিফ এর অভিনয় এক কথায় অসাধারণ সুন্দর
- বাঁশির সুর টা সেই ছিল সত্যি অসাধারণ একটা নাটক
- চিঠি পাঠাইলাম আমি আর তুমি ডাকপিয়ন এর প্রেমে পড়ে গেলা,,
- Natok er 2nd part hole valo hoito tahole cithir rohosso ta bujha jaito

- নাটক টা সত্যিই অসাধারণ ছিল ভাই!!
যাকে বলে এক কথায় অসাধারণ।
আর আমাদের সবার প্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ভাইয়ের অভিনয় টা ছিল এক কথায় অসাধারণ প্রীতি দও ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম সুন্দর একটা কাজ উপহার দেওয়ার জন্য।