সুশান্ত সিং রাজপুত যদি থাকতেন, তাহলে কী হতো কেউ জানে না? হয়তো স্পাই ইউনিভার্সের ইয়ঙ্গেস্ট স্পাই হতেন, হয়তো লুডোতে পঙ্কজ ত্রিপাঠির সাথে দারুণ একটা দৃশ্য থাকতো তার। 

সুশান্ত কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভক্তের আকুতি! কী হতো থাকলে?

"a man in a white shirt posing for the camera"

সুশান্ত সিং রাজপুত যদি থাকতেন, তাহলে কী হতো কেউ জানে না? হয়তো স্পাই ইউনিভার্সের ইয়ঙ্গেস্ট স্পাই হতেন, হয়তো লুডোতে পঙ্কজ ত্রিপাঠির সাথে দারুণ একটা দৃশ্য থাকতো তার। 

হয়তো ভুল ভুলাইয়া ২ দিয়ে আরেকটা ম্যাসিভ ব্লকবাস্টার দিতেন ধোনির পর।

হয়তো ফ্লপের ভিড়ে হারিয়ে যেতেন, আর কোন কাজ নাও পেতে পারতেন।

কিন্তু থাকতেন তো! এই থাকাটাই জরুরি ছিল। সুশান্ত থাকতেন, হয়তো সিরিয়ালে ফিরে যেতেন। পবিত্র রিশতা রিবুটে আবারও হয়তো দেখা যেত।

সুশান্তের থাকাটা শুধু জরুরি ছিল। জরুরি ছিল সুশান্তের স্বপ্ন দেখাটা। সুশান্ত অনেক দারুণ দারুণ কাজ উপহার দিয়ে আমাদের দর্শকদের শুধু আফসোস বাড়িয়ে গেছেন।

কী হতো থাকলে সুশান্ত? কী হতো থাকলে?

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights