ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি, রমজান মাস একমাস রোজা রাখার পর ঈদের দিনের মজাই আলাদা। ঈদের দিনে সবাই নিজের মত করে সাজগোজ করে থাকে ও বন্ধু বান্ধব আত্নিয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ, গল্প গুজব ও ঘুরাঘুরি করেই দিনটি পার করে।
তারকারাও এর থেকে আলাদা নয়, ঈদের কাজের ব্যস্ততা শেষে তারাও বিভিন্ন সাজে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছা জানায়। তারকাদের সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখে নেওয়া যাক তাদের ঈদ উদযাপন।
জয়া আহসান বয়স যার কাছে বাঁধা জানিয়েছেন ভক্তদের ঈদের শুভেচ্ছা।


ভক্তদের অনেকেই কমেন্টস করেছেন সাফা কবিরকে ঈদের সাজে জাপানিজদের মত লাগছে।
সাবিলা নূর সেজেছিলেন লাল রঙের পোশাকে ও সাথে ছিল ম্যাচিং অরনামেন্টস।


চিত্র নায়ক ইমন, অপু বিশ্বাস, পরিমনি ও শরিফুর রাজ এক ফ্রেমে।
চিত্র পরিচালক রাইহান রাফি ও তার বান্ধবি অভিনেত্রী তমা মির্জা ঈদের শুভেচ্ছা জানান এক সাথে।


নাইম ও নাদিয়া হলুদ ম্যাচিং ড্রেসে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।
চঞ্চল চৌধুরী ও বৃন্দাবন দাস বাপা বেটারা মিলে একসাথে ঈদ উদযাপনে।


মিমও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা, স্বামীর সাথে ঈদ আমজের ছবি তুলে ফেসবুকে ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন।
মেয়ের সাথে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আজমেরি হক বাঁধন।


ঈদের নাটকে জমিয়ে কাজ করছেন উঠতি নায়িকা সাদিয়া আয়মান। জানিয়েছেন ভক্তদের ঈদ শুভেচ্ছা।