স্বামীর খোঁজে নীরা দ্বারস্থ হলেন ওসি হারুনের .. !!

"a man and woman in green uniforms sitting next to each other"

স্বামীর জন্য পাগল প্রায় নীরা। দৌড়াচ্ছেন বড় বড় সব পুলিশ অফিসারদের দরবারে। গতকাল হাজির হয়েছিলেন মহানগরের প্রভাবশালী ওসি হারুনের কাছে!

কিন্তু হারুণ বোধহয় তাকে হেল্প করবে না! মাহিদের কাছেই ফিরে আসতে হবে। কিন্তু মাহিদ থাকার পরেও হারুণ, গোলাম মামুনের কাছে ধরনা কেন দিচ্ছে নীরা?

তার কি মাহিদের প্রতি ভরসা নেই?

ওসি হারুণ হেল্প করুক বা না করুক তাতে বড় কোন সমস্যা বোধহয় হবে না। মাহিদ তো আছে। গতকালকের ভিডিওটায় হইচই ‘মিশন হান্টডাউন’র প্রচারণায় মহানগরকে যুক্ত করে নিয়েছে।

বেশ দারুণ প্রমোশন সিস্টেম তাদের। এভাবেই একটা কন্টেন্ট পৌছায় দর্শকের কাছে। ঈদে আসছে ‘মিশন হান্টডাউন’।

সানি সানোয়ার ও ফয়সাল আহমেদের সিরিজটিতে মীমের উপস্থিতি বেশ আশাব্যঞ্জক।

"four different pictures with one man talking on a cell phone"
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights