হলিউডের Eye for an Eye মুভির অনুপ্রেরণায় নির্মিত বলিউডি ‘Dushman’

"a movie poster with a man and woman on it"

25 Years of Dushman. সোনিয়াকে রেপ করে গোকুল। আর গোকুলের উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে সোনিয়ার যমজ বোম নেয়না।

এদিকে ইন্ট্রোভারট নেয়নাকে ট্রেইন আপ করতে এগিয়ে আসে অন্ধ মেজর সুরাজ সিং রাঠোড়।

পুজা ভাটের প্রথম প্রযোজনায় প্রথমে শ্রীদেবী ও মনীষাকে কেন্দ্রীয় চরিত্রে ভাবা হলেও কাজল সাইন করেন।

অন্যদিকে শাহরুখ আর আমির খান ফিরিয়ে দিলে সেই চরিত্রে আসেন সঞ্জয় দত্ত।

ভিলেন চরিত্রে শরদ কাপুরকে ভাবা হলেও নবাগত আশুতোষ রানা তার অভিনয় দিয়ে চমকে দেন আর সেরা ভিলেনের পুরস্কার জেতেন। আর কাজলের অভিনয়ও দর্শক হৃদয়ে দাগ কাটার মতোই।

উত্তম সিং এর সুরে গানগুলো সবই দারুন। হলিউডের Eye for an Eye মুভির অনুপ্রেরণায় নির্মিত এই মুভি দিয়ে পরিচালনায় অভিষেক হয় তনুজা চন্দ্রার।

১৯৯৮ সালের ২৯ মে মুক্তি পেয়েছিল মুভিটি।

"four different pictures of people smiling and talking on cell phones"
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights