হলিউড রাইটার্স গিল্ড এ্যাসোসিয়েশন (WGA) মঙ্গলবার সকালে ধর্মঘটের ডাক দিয়েছেন বিগত ১৫ বছরে মধ্যে এটি দ্বিতীয়বার ঘটল। এর আগে ২০০৮ সালে হলিউড ফিল্ম ও টিভি লেখকরা বেতন ভাতা ও পারিশ্রমিক বাড়ানোর দাবিতে একশ দিনব্যাপী ধর্মঘট করেছিল।
রাইটার্স এ্যাসোসিয়েশন অনেকদিন ধরেই প্রডাকশন কোম্পানিগুলোর সাথে নতুন চুক্তি করতে চাওয়ায় ব্যর্থ হওয়ায় সবাই একত্রিত হয়ে ধর্মঘটে যান। এ ধর্মঘটের ফলে আমেরিকান টিভি’র লেট নাইট টক শো, লাইভ শো, স্যাটারডে নাইট লাইভ, ডে টাইম সোপ অপেরার মত প্রতিদিনের শোগুলি বন্ধ হয়ে আছে।

রাইটার্স গিল্ড অফ আমেরিকার ১১,৫০০ সদস্য এ ধর্মঘটে অংশগ্রহণ করেন। লেখকরা তাদের কলম বন্ধ রেখে অ্যামাজন, নেটফ্লিক্স, প্যারামাউন্ট এবং ওয়ার্নার ব্রাদার্সের মতো বড় স্টুডিওগুলির সামনে পিকেটিং করতে থাকেন। লেখকদের দাবি কৃত্তিম বুদ্ধিমত্তা এআই তাদের কাজের উপর প্রভাব ফেলছে।
বড় বড় স্টুডিওগুলি ও সাম্প্রতিক সময়ে রাজত্ব করা অনলাইন স্ট্রিমিং সাইটগুলি ওয়ার্ল্ডব্যপি বড়সড় মুনাফা গুনলেও লেখকদের অনেক কম পারিশ্রমিক দিচ্ছে তারা সুযোগ সুবিধা চেয়েও পাচ্ছেননা।
অন্যদিকে কৃত্তিম বুদ্ধিমত্তা এআই তারা কিভাবে ব্যবহার করছে তার ব্যাখাও চেয়েছেন। স্টুডিওগুলো ফিল্ম এবং টিভি স্ক্রিপ্টিঙয়ে এ আই ব্যবহারের নতুন নিয়ম দাবি করছেন।
