সালমান খানের সাম্প্রতিক ঈদ রিলিজ KKBKKJ তে পরিচালক হিসেবে সামজির দূর্বল পারফরম্যান্সের কারনেই ‘হেরা ফেরি ৩’ থেকে তাকে ডিরেক্টর হিসেবে বাদ দেয়া হয়েছে বলে অনেকেই মনে করছেন।
ভারতীয় কয়েকটি অনলাইন বিনোদন পোর্টালের তথ্যমতে, সময়ের সবথেকে মেধাবী পরিচালক সামজির ক্যারিয়ারের এই অবনমনের জন্য দায়ী সালমান খান। মানে সালমান খানের জন্যই আরও এক মেধাবী বলিউড ব্যক্তিত্ব সামজীরও পরিচালক হিসেবে ক্যারিয়ার শেষ।
এর জন্য একমাত্র দায়ী সালমান খান, যার ইশারায় অতীতেও একাধিক মেধাবী তারকার ক্যারিয়ার শেষ হয়েছে। এবার এই তালিকায় যুক্ত হলেন ফারহাদ সামজীও।

আরও তথ্য মতে, ফারহাদ সামজি বাদ পড়ার পর “হেরা ফেরি -৩” এর জন্য নতুন কোনো পরিচালক পাওয়া যাচ্ছে না। কারণ আনিজ বাজমিও পেমেন্ট ইস্যুতে “হেরা ফেরি” করতে অনীহা প্রকাশ করেছেন। এখন বলিউডে যা কিছুই ঘটুক তার নেগেটিভ ইফেক্ট অনলি অক্ষয় কুমারের জন্যই হয়ত নির্ধারিত থাকল। কারণ পর পর বেশ কিছু আন্ডার পারফর্ম করা মুভির পরে এনাউন্সমেন্টের সময় থেকে সবচেয়ে বেশি পজিটিভ রেস্পন্স পেয়েছিলো অক্ষয় কুমারের “হেরা ফেরি-৩” মুভিটা। সিনে বিশ্লেষকরা ধারনা করছেন এ মুভিটাও এখন লটকে গেল।
