বলিউডের প্রথম ১০০, ২০০ ও ৩০০ কোটির সূচনা করেন আমির খান। প্রথম ৪০০ ও ৫০০ কোটির সূচনা করেন শাহরুখ খান।তবে জেনে রাখুন প্রথম ৬০০ কোটি নেট কালেকশন সালমান খানই দিতে যাচ্ছে Tiger 3 সিনেমায়।
এ বছর মুক্তি পেতে যাওয়া টাইগার৩ মিনিমাম ৬০০ কোটি বক্সঅফিস কালেকশন করতে যাচ্ছে। সিনেমা নিয়ে সবাই খুব সিরিয়াস।
উক্ত সিনেমার সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলেই খুব এক্সাইটেড এবং কনফিডেন্স। সিনেমার রাইটার কদিন আগে স্টেটমেন্ট দিয়েছে এই সিনেমা দর্শকরা একবার নয় বরং ৩/৪ বার করে দেখবে।
তাছাড়া সালমান খানও বলেছেন ” টাইগার৩ তে এতো সুন্দর একটা গল্প এবং এমন কিছু আছে যা আপনারা ইমাজিনও করতে পারবেন না “..