100% Success Rate – Laxman Utekar

"a man and a woman embracing each other"

৫০ কোটি ক্রস করে ফেলছে Zara Hatke Zara Bachke ছবিটা। ক্লিন হিট হয়ে যাবে। এটা অনেক বড় ব্যাপার ভিকি কৌশল আর সারার জন্য।

তাদের ব্যাপারে বলেছি। আমি আলাদা করে ক্রেডিট দিতে চাই ছবিটার ডিরেক্টর Laxman Utekar কে।

লোকটা করোনার আগে এন্টারটেইনিং লুকাচুপি ডিরেক্ট করছে।করোনাকালীন সময়ে Mimi ছবিটা দারুণ সমাদৃত হয়েছে। এটাও বক্স অফিসে হিট হতো।

১০০% সাকসেস রেট+ভালো প্রশংসা=Laxman Utekar

"a group of people are posing for a photo"
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights