শাহরুখের ট্যালেন্ট আর এনার্জি র সাথে তাল মেলাতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে।

<" />

20 Years of Chalte Chalte

"a man and woman sitting next to each other holding a teddy bear"

চলতে চলতে” হল শাহরুখের বিপরীতে রানী মুখার্জি র একক নায়িকা হিসেবে প্রথম মুভি। রানী বলেন,

শাহরুখের ট্যালেন্ট আর এনার্জি র সাথে তাল মেলাতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে।

ঐশ্বরিয়া রাই প্রথমে “প্রিয়া” চরিত্রের জন্য প্রথম সাইন করেন। পরে ছবির মহরতে র দিন সালমান যখন বাধা দেন আর শাহরুখের বিরুদ্ধে অভিযোগ আনেন যে শাহরুখ তার গার্লফ্রেন্ড এর সাথে বেশি ফ্রেন্ডলি হয়ে যাচ্ছেন, তখন রানীকে সেই চরিত্রে replaced করা হয়।

এই বিষয়ে শাহরুখকে জিজ্ঞাসা করা হলে, তিনি মজা করে বলেন,

একমাত্র পার্থক্য হলো, যখন রানী এই মুভি সাইন করলো, আমার আর হাইহিল জুতা পড়ার ঝামেলা থাকল না।

সত্যি কথা হলো, রানীই আসলে প্রথম।পছন্দ ছিলেন এই মুভির জন্য। কিন্তু সিনেমার কাজ শুরু করতে দেরি হয়ে গেলে রানী তার অন্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আবার মুভির কাজ শুরু হলে রানী ততদিনে ফ্রি হয়ে যান। আর আমরাও তাকে নিয়ে কাজ শুরু করি।”

যতীন-ললিত এর মিউজিকে এই মুভির সবকটি গানই শ্রোতাপ্রিয় হয়।

"many different pictures of the same couple"
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights