23 years of Josh-মুভির নেপথ্যে !

"Indian Movie Poster"

হলিউডের west side story অবলম্বনে নির্মিত হয়। সালমান খানকে প্রথমে প্রস্তাব দেয়া হয় কিন্তু তিনি ঐশ্বরিয়া রাইয়ের ভাইয়ের চরিত্রে অভিনয় করতে রাজি হননি। পরে শাহরুখ অভিনয় করেন।

“আপুন ভোলা” গানে শাহরুখ প্রথম প্লেব্যাক করেন।

পরিচালক মনসুর খানের শেষ সিনেমা।

কাজলকে ঐশ্বরিয়া র চরিত্রে প্রস্তাব দেয়া হলেও তিনি ফিরিয়ে দেন।

শাহরুখ এই মুভিতে নীল কন্ট্যাক্ট লেন্স পড়েন যাতে তাকে ঐশ্বরিয়ার যমজ ভাই এর দেখতে মনে হয়।

ঐশ্বরিয়া এই মুভিতে খুব মেক আপ ইউজ করেন আর রোদে পুড়ে চেহারায় গোয়া এলাকার মেয়েদের লুক আনতে চেয়েছিলেন।

শরদ কাপুর এই সিনেমায় ভিলেনের রোল করে প্রশংসিত হন।

প্রিয়া গিল যিনি Srk র নায়িকা ছিলেন, ওই চরিত্রে প্রথম পছন্দ ছিলেন জুহি চাওলা। প্রিয়াকে ওই মুভিতে জুহির মত লুক দেবার চেষ্টা করা হয়।

মুভির এলবামটি ছিল সেই বছর সেরা বিক্রিত এলবামগুলোর মধ্যে একটা।

"Photo Collage"
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights