হলিউডের “Breaking Away” র হিন্দি সংস্করণ হল এই মুভি।
পরিচালক মনসুর খান “কেয়ামত সে কেয়ামত তক” মুক্তির পরেই এই মুভির কাজ শুরু করেন।
প্রথমে নায়িকা চরিত্রে দক্ষিনী অভিনেত্রী গিরিজা সেত্তার কে কাস্ট করা হয়। গিরিজা কিছুদুর শ্যুটিং করেছিলেন। পরে সেই জায়গায় আবার আয়েশা জুলকা আসেন।
অক্ষয় কুমার দীপক তিজোরি অভিনীত “শেখর” চরিত্রের জন্য অডিশন দেন কিন্তু সফল হননি। মডেল মিলিন্দ সুমান একই চরিত্রের জন্য ৭৫% শ্যুটিং করে বাদ পড়েন।
আমির খানের বড় ভাইয়ের চরিত্র ” রতন” এর জন্য আদিত্য পাঞ্চালী কে ভাবা হয়, পরে সেখানে মডেল মামিক কে কাস্ট করা হয়।
যতীন-ললিত এই মুভিতে মিউজিক কম্পোজিশন এর জন্য প্রথমবারের মত ফিল্মফেয়ার নমিনেশন পান।
“পেহলা নেশা ” গানটি তো রীতিমতো ক্ল্যাসিক।
“বেটা” মুভির জন্য অনিল কাপুর সেরা অভিনেতার ফিল্মফেয়ার পেলে অনিল বলেন, আমির খানই এই পুরস্কারের যথাযথ হকদার। কারন “জো জিতা ওহি সিকান্দার ” সিনেমায় আমিরের ডেডিকেশন লক্ষ্য করার মত।
করণ জোহরের মতে আমির অভিনীত “সঞ্জয় ” চরিত্রটা আইকনিক চরিত্র।
তবে এই মুভি মুক্তির ৩১ বছর পরেও মুভিটি প্রতিটি প্রজন্মকে মুগ্ধ করে যাচ্ছে এর Feel Good টাইপের জন্য।