ফ্যানরা কি বলেঃ

Don মুভির ফ্রাঞ্চাইজি নিয়ে মোটেও আগ্রহী না শাহরুখ খান।

"two men in white shirts and black ties"

Don 3 এর স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় শাহরুখ খান রিজেক্ট করে দিয়েছেন। ফারহান আখতার নতুন কাউকে দিয়ে Don 3 মুভিটা করতে চাচ্ছেন।

ফ্যানরা কি বলেঃ

  • শাহরুখ যখন কাভি আলভিদা না কেহনা,স্বদেশ, পেহেলি এর মত ফ্লপ আর সেমি হিট ফিল্ম বানাচ্ছিলো তখন ফারহান আকতার ‘ডন’ দিয়ে তাকে কামব্যাক করায়। শাহরুখ যখন বিল্লু, মাই নেম ইজ খান,রা-ওয়ানের মত সস্তা হিট আর ফ্লপ দিচ্ছিলো, ‘ডন টু’ দিয়ে ফারহান তাকে ট্রেকে ফেরায়। আজকে একটা লটারি হিট আর ভিক্ষার হিট পাঠান পেয়ে সে বিপদের বন্ধুকে ভুলে গেলো। ডন থ্রি ফিল্ম রিজেক্ট করে দিলো স্ক্রিপ্টের অজুহাতে।
  • এই নিউজের সত্যতা কতো আমার আসলে জানা নেই। একবার শুনি ফারহান আখতার নাকি আপাতত অভিনয় করবেন, লেখালেখিতে সময় দেবেন না। আবার শুনি মাত্র গল্প লেখা শুরু করেছেন। যদি মাত্রই শুরু করে থাকেন, তাহলে খানসাহেবকে দেখালো কী? একটা সামান্য পিচ শুনে তো অ্যাক্টররা ডিসিশন নেয় না, একটা সামান্য পিচ দিয়ে তো কোন প্রডিউসার ডিলও শেষ করে ফেলে না।
"two men in white shirts and black ties"
  • আসলে বলিউডের জেনারাল ফ্যানরা এতোই অশিক্ষিত যে আর্লি ডেভেলপমেন্ট, প্রি প্রোডাকশন এগুলো সম্পর্কে তাদের কোন ধারণাই নেই। সারাদিন পারে খালি অভিনয়শিল্পীদের চেহারা আর নাচের স্কিল নিয়ে কমেন্টে যুদ্ধ করতে। আর পারে খালি কোন নায়িকা কেন রিভিলিং ছবি দিলো এটা নিয়ে হা হুতাশ করতে।
  • No God, please no.
  • salgay na eita selfmade Shahrukh khan nijer dome chole as his won choice
  • No one can replace srk as don 😅😎
  • আরে এইসব গুজব। এই চরিত্র অন্য কেউ করলে সেটা মোটেও মানাবে না।
  • এটা ভালো করেছে শাহরুখ।
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights