ইদ-উল-আযহা ঘিরে সবাই মাতামাতি করছে প্রিয়তমা, সুরঙ্গ, অন্তর্জাল এসব নিয়ে, কিন্তু এর মাঝে MR-9 আসতে চলেছে সেটা অনেকেরই অজানা।
কে এই MR9?
MR9 হচ্ছে একটা কোড নেম, বিখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেনের স্পাই থ্রিলার বই এর প্রথম পার্ট ধংস্বপাহাড় এর অবলম্বনে করা হচ্ছে এই সিনেমা, ৯০ দশকের জেনারেশন কে না চিনে এজেন্ট মাসুদ রানা কে?
প্রতিটা মেয়ের যেমন একটা স্বপ্নের পুরুষ থাকে, ৯০ দশকের প্রতিটা ছেলেরও একটা স্বপ্নের পুরুষ ছিলো, সে হচ্ছে মাসুদ রানা, প্রতিটা ছেলেই চাইতো সে একদিন মাসুদ রানা হবে।
গল্পে পড়া কল্পনায় আকা সেই মাসুদ রানা চরিত্র কে নিয়ে যখন সিনেমা হবে তখন থেকেই তা সবার আগ্রহের পারদে ছিল। অনেকেই ভেবেছিল যে হয়ত প্রিয় সেই চরিত্র টা কে নষ্ট করে ফেলবে।
এবিএম সুমন, সাক্ষী প্রধান, ফ্রান্ক গ্রিলো সবাইকে একসাথে করে কি দিচ্ছে এটা আসিফ আকবর সাহেব? এই সিনেমা মুক্তি পাওয়ার পর পুরো বাংলা সিনেমা ইন্ড্রাস্টি পরিবর্তন হয়ে যাবে বলে অনেকেই বলছেন।
এখন শুধু মুক্তি পাওয়ার অপেক্ষা
