ধর্ষণ করে ধর্ষক আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে বেঁচে গেছে। ধামাচাপা পড়ে গেছে তার অপরাধ। ভিক্টিমের পরিবার বিচারের আশায় ছুটছে দিনরাত্রি।
কিন্তু হায় ধর্ষণের বিচার কই! এই গল্পে দেখছি সিরিয়াল কিলার সেইসব ধর্ষকদের খুন করছে। রেখে যাচ্ছে লাশ৷ রেখে যাচ্ছে লাশের পাশে চিরকুট। তাকে পুলিশ খুঁজছে।
এমনিই এক দুর্দান্ত সিরিয়াল কিলিং গল্পের আভাস দিয়ে গেল চরকির ‘মারকিউলিস’ সিরিজের টিজার!
এখানে ‘মারকিউলিস’ বা সিরিয়াল কিলার চরিত্রটা সিরিজটা দেখার জন্য আগ্রহী করতে সক্ষম হয়েছে। এমন সত্য ঘটনা ঘটেছিলো একটা। কিন্তু কে সেই সিরিয়াল কিলার? কি তার উদ্দেশ্য ছিলো জানা যায়নি। বের করতে পারেনি কেউই।
তবে এবার মনে হচ্ছে পর্দায় আবু শাহেদ ইমন সেই সিরিয়াল কিলারের পরিচয় জানাবেন। কে আসলে এই সিরিয়াল কিলার? সে নিজেও কি ভিক্টিমের কেউ? নাকি তাকে কেউ কাজে লাগাচ্ছে? এইসব উত্তর জানতে সিরিজটা দেখতেই হবে৷
এছাড়া সিরিজটাতে বিগ কাস্টিং অনেক। আছে থ্রিলিং বিজিএম। সেই চমৎকার সিনেমাটোগ্রাফির কাজ। কিছু দৃশ্য বার বার টেনে দেখার মতো।
এইসব দিক মিলিয়ে বলতে পারি এবারের ঈদে চরকির দুর্দান্ত আয়োজন হচ্ছে এই ‘মারকিউলিস’ সিরিজ।
