চোখে যা দেখা যায়, সেটা দেখা যায় না! কী দেখাতে চাইছে প্রহেলিকা? কেনই বা বলছে সিনেমাটি দেখলে অবাক হতে হবে? ‘প্রহেলিকা’ আসছে ঈদুল আজহায়। গানে, গল্পে, সন্দেহে, ভালোবাসায়, বিশ্বাসে, অবিশ্বাসে- মাতাবে প্রহেলিকা।…

চয়নিকা চৌধুরী টেলিভিশন নাটক পরিচালনায় আত্মপ্রকাশ করেন 2001 সালে শেষ বেলায় নাটকের মাধ্যমে। তিনি 28 অক্টোবর 2002-এ প্রচারিত এক জীবন শিরোনামের নাটকের মাধ্যমে তার সাফল্য পান। চৌধুরীর 50তম পরিচালকের কাজ ছিল মায়া, 100তম ছিল 2010 সালে ছোলোমন ছবি, 200তম ছিল 2013 সালে জুয়ারি এবং 300তম ছিল সোনার মানুষ 2016 সালে। চৌধুরী তার প্রথম বই মায়াঘর 2014 সালে প্রকাশ করেন। 2019 সালে চয়নিকা চৌধুরী সিয়াম আহমেদ এবং পরী মনি অভিনীত বিশ্বসুন্দরী চলচ্চিত্র পরিচালনা শুরু করেন।
চোখে যা দেখা যায়, সেটা দেখা যায় না! কী দেখাতে চাইছে প্রহেলিকা? কেনই বা বলছে সিনেমাটি দেখলে অবাক হতে হবে? ‘প্রহেলিকা’ আসছে ঈদুল আজহায়। গানে, গল্পে, সন্দেহে, ভালোবাসায়, বিশ্বাসে, অবিশ্বাসে- মাতাবে প্রহেলিকা।…