মুক্তি পেয়েছে আসন্ন সিনেমা সুড়ঙ্গর টিজার। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এটাকে বলা হচ্ছে ফোরটেস্ট। নতুন নতুন নাম দেওয়াও একটা কালচার। নামের বিতর্কে না যাই, সুড়ঙ্গর প্রোমোশন হয়ত না করলেও চলত কেননা রাফী…

রায়হান রাফি, বাংলাদেশী চলচ্চিত্র শিল্পের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজকের খেতাব রয়েছে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে পরিচালনায় আত্মপ্রকাশ “পোড়ামন 2”, যা জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আব্দুল আজিজের সাথে যৌথভাবে একটি প্রযোজনাকে জীবন্ত করে তুলেছিল।