এখন ইলিয়াস কি প্রেম বলতে আকারে ইঙ্গিতে রোজিনার কথা বলছে নাকি তার মনে উঁকি দেয় অন্য কোনো নারী? সেটা বোঝা না গেলেও ইলিয়াস-রোজিনার মধ্যে যে কিছু একটা আছে সেটা নিশ্চিত। হোক তা…

কত বছরে পা পড়ল এবার, শুনেই হাসলেন রুনা খান। জানালেন তিনি আর বেশি দিন বয়স লুকোবেন না। এবার তিনি ৩৯–এ পা দিয়েছেন। ৪০ হলেই ঘটা করে বয়স জানিয়ে দেবেন। তিনি বলেন, ‘আমার জন্মদিনটি ফেসবুকে হাইড করা। কেউ জানার কথা না। তারপরও যাঁরা উইশ করছেন, তাঁরা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসাই আমার ক্যারিয়ারে সেরা প্রাপ্তি। মানুষের ভালোবাসা পেতে আমার ভালো লাগে।’