এখন ইলিয়াস কি প্রেম বলতে আকারে ইঙ্গিতে রোজিনার কথা বলছে নাকি তার মনে উঁকি দেয় অন্য কোনো নারী? সেটা বোঝা না গেলেও ইলিয়াস-রোজিনার মধ্যে যে কিছু একটা আছে সেটা নিশ্চিত। হোক তা…

বেশ চাঙ্গা সময় পার করছেন অভিনেতা শ্যামল মাওলা। ওটিটিতে দারুণ ব্যস্ত তিনি। সদর ঘাটের টাইগার, মানি হানী, মাইনকার চিপায়, কষ্টনীড় মহানগরসহ বেশ কিছু ওটিটির কাজ করে আলোচনায় আসেন এ অভিনেতা। তাছাড়া বলতে গেলে ওটিটির শুরুই বাংলাদেশে তার অভিনয়ের মধ্যে দিয়ে। এছাড়া এই অভিনেতার হাতে আছে একাধিক ওয়েব সিরিজের কাজ। এর মধ্যে মুক্তি পেল ‘হৈচৈ’তে ‘মহানগর-২’। এটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ।