YRF এক অফিশিয়াল বার্তায় জানালেন রনবিরের সাথে আপাতত আর কোন সিনেমা নয় ।

"a shirtless man posing for a photo"

পরপর কয়েকটা সিনেমা ব্যবসাসফল না হওয়াতে রনবির সিং থেকে অনেক প্রযোজকই সরে আসতে থাকেন। একশন, কমেডি কোন সিনেমায় যেন তিনি জমাতে পারছেননা, দুর্দান্ত এক্টিং স্কিল থাকার পরও দুর্বল স্ক্রিপ্টের কারনে নিজেকে ফ্লপ নায়কের খাতায় নাম লিখিয়েছে।

এর ধারাবাহিকতায় বড় দুঃসংবাদ পেলেন ইয়াশ রাজ ফিল্মস থেকে এক অফিসিয়াল বার্তায় তারা জানিয়েছে আপাতত রনবির সিঙের সাথে তারা আর কোন সিনেমা করতে যাচ্ছেনা। 

বক্স অফিসে ব্যর্থ

ইয়াশ রাজ ব্যানারের ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমা দিয়ে ২০১০ সালে রনবির সিঙের বলিউড সিনেমায় আগমন। তারপর থেকেই অন্যান্য বড় প্রোডাকশনের সাথে ও ইয়াশ রাজ প্রোডাকশন থেকেও নিয়মিত কাজ করে আসছিল। হিট মেশিন রোহিত শেট্টির ‘সিম্বা’ মুভিতেও নাম ভুমিকায় ছিলেন রনবির সিং।

কিন্তু সম্প্রতি বছরগুলোতে বড় কোন হিট দিতে না পারায় উল্টো পরপর কয়েকটি সিনেমা তার ফ্লপ যায় আশানুরূপ ব্যবসা করতে পারেনা। যার মধ্যে উল্ল্যেখযোগ্য ইন্ডিয়ান ক্রিকেট বিশ্বকাপ জয়ের উপর নির্মিত ক্যাপ্টেন কপিল দেভের উপর নির্মিত বিগ বাজেট সিনেমা ‘83’ ২০২১ সালে বক্স অফিস আশানুরূপ টাকা কালেকশনে ব্যর্থ হয়। ২০২২ সালে জয়েশ ভাই জোয়ারদার মুভি মাত্র ১৫.৫৯ কোটি টাকা উপার্জন করতে পারে।

"a group of people sitting next to each other"
সার্কাস ছবির সেটে -পূজা হেজ, রনভির সিং, রোহিত শেট্রি, জ্যাক্যুলিন ও বরুণ শর্মা ।

ডিজাস্টার

হিট মেশিন রোহিত শেট্রির সার্কাস মুভির দিকে সবাই তাকিয়ে ছিল, কিন্তু সবার অনুমান ভুল করে সার্কাস ডিজাস্টার হয়। ফিল্মটি দর্শকদের হতাশ করে রনবির সার্কাস মুভিতে দ্বৈত ভুমিকায় অভিনয় করেও বাজে স্ক্রিপ্টের কারনে ধস নামে। বলিউডের খ্যাতিমান গিতিকার গুলজার পরিচালিত সঞ্জিব কুমার ও দেভন ভারমা অভিনীত ৮০ দশকের হিন্দি সিনেমা ‘আঙ্গুর’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে রোহিত শেট্রি সার্কাস সিনেমাটি বানিয়েছিল।

আঙ্গুর সিনেমার মতই সার্কাস মুভিতেও রনবির সিং ও বরুণ শর্মা মালিক ও চাকরের ভুমিকায় দ্বৈত অভিনয় করেও সিনেমাটিকে ডিজাস্টার থেকে বাঁচাতে পারেনি। সিনেমা সংশ্লিষ্টরা মনে করেন স্টারক্যাস্ট ভাল থাকলেও দুর্বল গল্প উপস্থাপনার কারনেই সার্কাসের এই হাল কিন্তু ঝড় বয়ে গেল একা রনবির সিঙের উপর দিয়েই।

পর পর কয়েকটি সিনেমা জমায়ে ব্যবসা করতে না পারায় বড় প্রোডাকশন হাউজগুলি তার কাছ থেকে সড়ে যেতে থাকে যার সর্বশেষ সংযোজন তারই আঁতুড় ঘর বলে পরিচিত ইয়াশ রাজ ফিল্মস।

YRF ও স্পাই ইউনিভার্স

এক সুত্রে জানা যায়, YRF কর্ণধার আদিত্য চোপড়া এখন ধ্যানজ্ঞ্যান স্পাই ইউনিভার্স নিয়ে। তাদের রিসেন্ট প্রোজেক্ট শাহরুখ খানের পাঠান মুভি বলিউড সিনেমার হিসাব নিকাশই বদলে দিয়েছে। সেই ধারাবাহিকতায় পূর্ব ঘোষণা অনুযায়ী সালমান খানের টাইগার থ্রি নিয়ে তারা পুরোদুস্তর ব্যস্ত।

প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন প্রতিটি পদক্ষেপেই গুনে গুনে হিসাব কষে কাজ করছেন। সুত্র আরও যোগ করে রনবির সিঙেকে স্পাই ইউনিভার্স মুভিতে নেবার কোন সম্ভাবনা নাই। YRF সাথে রনবির এ পর্যন্ত ছয়টি সিনেমা করেছে যার মাঝে ব্যান্ড বাজা বারাত, লেডিস vs. রিকি বহেল, বেফিকরে এভারেজ গ্রোসেস। কিল দিল, জয়েশ জোয়ারদার পুরাটা ফ্লপ, একমাত্র গুন্ডে সিনেমাটিই ছিল সেমি হিট।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights